Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০২৫

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস), চট্টগ্রাম, চট্টগ্রাম-৪০০০ ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস

ডাক বাক্স নং-৬৩০, চট্টগ্রাম-৪০০০ ।
ফোন: ৩৩৩-৩৬৬৮৩১, ই-মেইল : inmaschittagongbaec@gmail.com

 

আমাদের সম্পর্কে 

বাংলাদেশের অন্যতম পুরাতন পরমাণু চিকিৎসা কেন্দ্র হিসেবে পরমাণু চিকিৎসা এবং আল্ট্রাসাউন্ড কেন্দ্র, চট্টগ্রাম ১৯৭০ সালে যাত্রা শুরু করে। কেন্দ্রের আধুনিকায়ন ৩০শে জুন, ২০০৮ সালে সম্পন্ন হয়। বর্তমানে যে সব যন্ত্রপাতি চিকিৎসা সেবায় ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে আছে-- Duel Head I Single Head SPECT গামা ক্যামেরা, সিটি স্ক্যানার, থাইরয়েড স্ক্যানার, আল্ট্রাসনোগ্রাম, কালার ডপলার এবং রেডিওইমিউনোএ্যাসে (RIA)-i জন্য একসেট কম্পিউটারাইজড গামা ওয়েল কাউন্টার ও অন্যান্য সুবিধাসহ ইন-ভিট্রো ল্যাব।

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

  • রোগ নির্ণয়
  • রোগের চিকিৎসা
  • গবেষনামূলক কর্মকান্ড
  • শিক্ষামূলক কার্যক্রম

 

চলমান গবেষণা ও উন্নয়ন 

শিক্ষামূলক কার্যক্রম :

  • চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত শেষ বর্ষের ছাত্র/ছাত্রীদের বিভিন্ন সময় পাঠদান প্রদান করা হয়।
  • অত্র কেন্দ্রে চট্টগ্রাম পলিটেকনিক ইনষ্টিটিউট-এর ১০ জন ছাত্রী ৩ মাস ব্যাপী Nuclear Medicine Instrumentation-Gi উপর বাস্তব প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করে এবং সফলভাবে উক্ত কোর্স সম্পন্ন করে।

সেমিনার/প্রশিক্ষণ/মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম :

  • অত্র কেন্দ্রের পরিচালক ডাঃ তমিজ উদ্দিন আহমেদ গত ১৮-০৬-২০১২ইং হতে ০৬-০৭-২০১২ইং তারিখ পর্যন্ত সিউল, কোরিয়ায় অনুষ্ঠিতব্য RCA-UNDP Project-Gi অধীনে “Promoting and Accelerating Nuclear SPECT/PET Imaging Technologies in the Region” শীর্ষক ট্রেনিং কোর্সে অংশগ্রহন করেন।
  • DAT প্রোগ্রাম : আর্ন্তজাতিক আনবিক শক্তি সংস্থা (IAEA)/RCA এবং Aus AID এর সহযোগিতায় অত্র কেন্দ্রে দুই বৎসর মেয়াদী Distant Assisted Training (DAT) programme পরিচালিত হচ্ছে। বর্তমানে এই প্রোগ্রামে অত্র কেন্দ্র হতে দুইজন ছাত্র অংশ গ্রহন করেন।

 

প্রদত্ত সেবা 

রোগ নির্ণয়ের কার্যক্রম

সিন্টিগ্রাফীক পদ্ধতিসমূহ :

রোগীদের যে সব পরীক্ষা-নিরীক্ষা করা হয় তার মধ্যে আছে স্প্লীন, অস্থি, কিডনি, থাইরয়েড গ্রন্থি, মস্তিস্ক, যকৃৎ এবং অন্যান্য স্ট্যাটিক ও ডায়নামিক সিন্টিগ্রাফী। গামা ক্যামেরার মাধ্যমে এসব পরীক্ষার মধ্যে কিডনীর কার্যক্ষমতার বিভাজন পরিমাপ একটি সহজ অথচ খুবই তথ্যসমৃদ্ধ পরীক্ষা।

ইন-ভিট্রো পরীক্ষা পদ্ধতি (রেডিওইমিউনোএ্যাসে) :

থাইরয়েড সম্পর্কিত হরমোন যেমন- T3, T4, TSH, FT3  FT4 ও TG ছাড়াও LH, FSH, Prolactin, Testosterone, Progesterone, Oestradiole, AFP ও Cortisol-Gi পরিমাণ নির্ণয় করা হয়। এ সব হরমোন পরীক্ষা IAEA ডাটা  প্রসেসিং সফট্‌ওয়ার প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারাইজড পদ্ধতিতে রেডিওইমিউনোএ্যাসে’র মাধ্যমে সম্পাদন করা হয়।

আল্ট্রাসনোগ্রাফী পরীক্ষা :

আল্ট্রাসনোগ্রাফী পরীক্ষা এই কেন্দ্রে নিয়মিতভাবে করা হয়। এর ফলে অনেক রুগী এই সেবা লাভের সুযোগ লাভ করেন। গর্ভাবস্থার মূল্যায়নসহ লিভার, স্প্লীন, প্যানক্রিয়াস, কিডনী, মূত্রথলি, জরায়ু, wW¤^vkq, প্রোস্টেট, থাইরয়েড, ব্রেইন ইত্যাদির আল্ট্রাসনোগ্রাফী পরীক্ষা করা হয়।

কালার ডপলার পরীক্ষা :

কালার ডপলার পরীক্ষার মাধ্যমে রক্তনালীর বিভিন্ন রোগসমূহ, গর্ভাবস্থায় ভ্রনের রক্ত প্রবাহ এবং রক্ত প্রবাহের  হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষন করে বিভিন্ন প্রকার স্বাভাবিক ও অস্বাভাবিক টিস্যু-এর পার্থক্য নিরুপন করা হয়।                                                     

সিটি স্ক্যান :

সিটি স্ক্যান পরীক্ষার মাধ্যমে মস্তিষ্ক, ফুসফুস ও বক্ষপিঞ্জর এবং পেটের বিভিন্ন রোগ সনাক্তকরণসহ এর বিস্তার নিরূপন করা হয়।

চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম :

  • অত্র কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক থাইরয়েড সংক্রান্ত রোগ যেমন- হাইপারথাইরয়েড, হাইপোথাইরয়েড এবং থাইরয়েড ক্যান্সার রুগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। গত ২০১১-২০১২ অর্থ বছরে সর্বমোট ১৫৭ জন  হাইপারথাইরয়েড এবং ৬৩ জন থাইরয়েড ক্যান্সার রুগীকে রেডিও আয়োডিনের সাহায্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
  • ২০১১-২০১২ অর্থ বছরে মোট ৩৬ জন চক্ষু রুগীকে স্ট্রনশিয়াম-৯০ বিটা-এ্যাল্পিটের-এর মাধ্যমে বিটা রেডিয়েশন প্রদান করে টেরিজিয়াম, করনিয়াল ভাসকুলারাইজেশন, কনজাংষ্টিভাইটিস রোগের চিকিৎসা প্রদান করা হয়।

 

অর্জন

১লা জুলাই ২০১১ থেকে ৩০শে জুন ২০১২ইং পর্যন্ত সময়ের মধ্যে সর্বমোট ৩৭,৯২৭ টি ডায়াগনষ্টিক পরীক্ষা সম্পাদন ও থেরাপি প্রদান করা হয় এবং যাহাতে ১,৫২,০৩,৭৫০/- টাকা রাজস্ব সংগৃহীত হয়।

 

যোগাযোগ/জনবল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
ডাক বাক্স নং-৬৩০, চট্টগ্রাম-৪০০০ ।
ফোন: ৩৩৩-৩৬৬৮৩১, ই-মেইল : inmaschittagongbaec@gmail.com

এখানে ক্লিক করুন